html

Tuesday, April 10, 2018

মনীষা কর

মন খারাপ

মনীষা কর


অনিমেষ সকাল থেকে একটা কথা ভুলে যেতে চাইছে কিন্তু ভুলতেই পারছে না। অন্য দিনের মতো আজও একটা লাল টুকটুকে সূর্য উঠেছে। শীতল বাতাসে শিউলির ঘ্রাণ ম ম করছে। চড়ুই গুলো ব্যালকনীতে কিচিরমিচির করছে। অন্য দিন অনিমেষ ওদের খাবার দেয় জল দেয় আজ কিছুই দিল না। সূর্যের সোহাগ, শিউলির সকাল, শীতল করা হাওয়া আজ কিছুই ওর ভাল লাগছে না। দশ বছর আগে ঠিক এই দিনটিতে কত ভালবেসে কত আদরের সাথে টুকটুকে সুন্দর নূতন বউ মোহনাকে ঘরে তুলেছিল সে। সে কি ভালবাসা ছিল দুজনের মধ্যে। একজন একজনকে ছেড়ে যেন এক মুহূর্তও থাকতে পারত না। খুব কষ্টে দুজন একে অপরকে ছেড়ে ডিউটি যেত।

কিন্তু কার যেন নজর লেগে গেল ওদের ভালবাসায়। একটু সামান্য ভুলের জন্য মোহনা ওকে ছেড়ে চলে গেল। আজ পাঁচটি বছর ওর মোহনা ওর কাছে নেই। শুধু অপেক্ষা আর অপেক্ষা......

অনিমেষের খুব জানতে ইচ্ছে করে মোহনা কি  সত্যিই তাকে ভুলে গেছে?????

No comments:

Post a Comment

Facebook Comments