html

Saturday, April 28, 2018

রেখা নাথ

অস্তিত্ব 

রেখা নাথ     


হাজার হাততালি পেয়ে
ভাবছ বুঝি আবিশ্ব
মানুষকে খুশী করার
অসম্ভব প্রয়াসে
         জয়ী তুমি !
বুকের মাঝে ডুবে দেখো
মিথ্যে প্রশস্তি ও স্তোক বাক্যের
চোরাবালিতে ডুবে
আছো আকণ্ঠ তুমি !

হাজার হাততালি
হাজার বার পাওয়ার আশায়
হাজার লোকের হাজার বায়না
হাজার কষ্ট সয়ে
মেনে নেওয়ার অসম্ভব প্রয়াসে
নিয়ত আত্মপ্রসাদের হাসি
মুখে ঝুলিয়ে ছুটছো
         দিগ্বিদিক্ ।

হায়!হাজার হাততালির আশায়
তোমার হাজার খণ্ড
লুটোয়nহাজার পায়ের তলায়
তোমার হাজার খন্দ
ধুলোয় লুটোয়
দ্যুতি হীন আলোহীন
কোথায় তুমি ?
কোথাও যে তোমার
আভাস নেই !


বোধ


যে বুকে সোঁদা গন্ধ
নিয়েnসরল বিশ্বাসে
মুখের কথাকে
প্রাণের কথা ভেবে
উচ্ছ্বাসিত হয়ে ওঠে
ঠোক্কর খেতে খেতে
বুঝে যায় সে
মুখের কথা কেবলই
কথার কথা
প্রাণের কথা নয় ।


No comments:

Post a Comment

Facebook Comments