html

Saturday, April 28, 2018

সুব্রত ঘোষ

আর- এ- সি 

সুব্রত ঘোষ 


উপলব্ধিত ভুল আর অস্বস্তির পরত লাগা স্বাভিমানে
জড়িয়ে থাকে  ঘসা খাওয়া  ধাতব শীৎকার।
অনন্যোপায় মুখের সামনে পূতিগন্ধ মোজা-ঢাকা  পা
আবিল হাওয়ায় বিঘ্নিত শ্বাস -প্রশ্বাস ।
সমস্ত রাত ধরে চলে বহির্মুখী অন্নপ্রাশনের অন্নকে
রুখে  রাখার আপ্রাণ চেষ্টা । বাইরের
সশব্দ গতিশীলতাই বারবার ভেঙ্গে যায় কামরার
ভিতরের সুসুপ্ত  নিস্তব্ধতা।
রাতভোর আধো ঘুম আধো জাগরণে কেবল  এপাশ-ওপাশ
প্রতীক্ষিত সুনিদ্রার ক্ষমাহীন বিরুদ্ধতা নিদারুণ ।
এক যাত্রায় পর্দানশিন শয়নায়ন
             গবাক্ষের ধারে  বিনিদ্র
                                       শয়ন
এক রাতের আর-এ-সি বুকিং রেল যাত্রায়
সহাবস্থানের পরিহাস  নিষ্করুণ।

1 comment:

Facebook Comments